• ঢাকা
  • শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঐক্যতান লয় 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৫ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:০৭ পিএম;
ঐক্যতান লয় 
ঐক্যতান লয় 

বর্ণতে বর্ণ মিলে, কবিতার ছন্দ তালে .

সৃজনশীল লেখক অমর হয়।। .

ছোট শিশু বর্ণ শিখে আধো আধো বোলে .

খাতা কলম শ্লেট ভাঙ্গে বই ছিড়ে ফেলে .

অত:পর সে জ্ঞানের করে সঞ্চয়।। .

 .

রবি দেখে ছবি শেখে আনন্দ উল্লাসে .

চঞ্চলমতি আহরে মনের ছন্দ তালাসে .

সুসাহিত্য হয় অমলিন রয় সৃজিয়া জগতময়।। .

বর্ণে দ্বন্ধ বর্ণে ছন্দ অনৈক্যের সুর .

ভাইয়ে ভাইয়ে বাপে বেটায় খুনাখুনির অসুর .

কত আশা হয় দুরাশা নিত্য চলে ক্ষয়।। .

বর্ণে বর্ণে সর্বক্ষনে সৃষ্ট কালো ধলো .

শ্রেণী বৈষম্য বিবাদ সাম্য আঁধার আলো .

কত আশা ভালবাসা বিসর্জিত ঐক্যতান লয়।।  . .

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ